প্রথম পাতা খবর ওসি বদল শমসেরগঞ্জ ও সুতিতে, তদন্তে ‘গোয়েন্দা ব্যর্থতা’ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ

ওসি বদল শমসেরগঞ্জ ও সুতিতে, তদন্তে ‘গোয়েন্দা ব্যর্থতা’ খতিয়ে দেখবে রাজ্য পুলিশ

259 views
A+A-
Reset

মুর্শিদাবাদ: নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে অশান্তির জেরে তিন জনের মৃত্যু হয়েছিল শমসেরগঞ্জ ও সুতি থানা এলাকায়। এই ঘটনার পরই ওই দুই থানার ওসিকে বদলি করল রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে খবর, এত দিন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। এবার ওই থানাগুলিতে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার পাঠানো হয়েছে, যার মাধ্যমে থানাগুলোর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার ভবানী ভবন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শমসেরগঞ্জ থানার দায়িত্বে আসছেন আইসি সুব্রত ঘোষ, যিনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কল ইন্সপেক্টর ছিলেন। আর সুতি থানায় আইসি সুপ্রিয়রঞ্জন মাজি, যিনি পূর্ব বর্ধমানের সদর ট্র্যাফিক গার্ডের দায়িত্বে ছিলেন।

এত দিন শমসেরগঞ্জে ওসি পদে ছিলেন শিবপ্রসাদ ঘোষ এবং সুতিতে ছিলেন বিজন রায়। তাঁদের দু’জনকেই পাঠানো হয়েছে জেলার পুলিশ লাইনে।

এদিকে, দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার জানিয়েছেন, গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। যদিও এই বদলির সঙ্গে গোয়েন্দা ব্যর্থতার সরাসরি যোগ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে পুলিশ মহলে অনেকেই মনে করছেন, দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র অস্বীকার করা যাচ্ছে না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.