প্রথম পাতা খবর মার্কিন-ইরান সংঘাতের জেরে এশিয়ার শেয়ারবাজারে ধস, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ স্তরে

মার্কিন-ইরান সংঘাতের জেরে এশিয়ার শেয়ারবাজারে ধস, তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ স্তরে

181 views
A+A-
Reset

ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে ফের উত্তাল পশ্চিম এশিয়া। এই উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। সোমবার বড় পতন দেখা গেল এশিয়ান শেয়ার সূচকে। অন্যদিকে, বিশ্ববাজারে তেলের দাম ছুঁয়েছে পাঁচ মাসের সর্বোচ্চ স্তর।

বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদক ইরান। দৈনিক উৎপাদন প্রায় ৩৩ লক্ষ ব্যারেল। যার অর্ধেক রফতানি করে তেহরান। বাকি দেশে ব্যবহৃত হয়। তবে এই হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে বলেই আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। এই প্রণালীর মাধ্যমেই বিশ্বের মোট তেল রফতানির এক পঞ্চমাংশ যাতায়াত করে।

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ২.৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯.১২ ডলারে পৌঁছয়। আমেরিকার অপরিশোধিত তেলের দাম ২.৮ শতাংশ বেড়ে হয়েছে ৭৫.৯৮ ডলার।

এই যুদ্ধ পরিস্থিতির ফলে এশিয়ার শেয়ারবাজারে ব্যাপক ধস নামে। বিনিয়োগকারীরা এখন তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার দিকেই নজর রাখছেন। কারণ, ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলার হুমকি দিয়েছে। এই কারণে অঞ্চলজুড়ে সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.