কলকাতা: শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকালই জোকা-তারাতলা মেট্রো রেলের সূচনা করবেন তিনি।
গত সপ্তাহেই সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ওই রেল লাইনে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা – এই ছ’টি স্টেশন থাকছে এই রুটে। স্বাভাবিক গতিতে মেট্রো ছুটলে জোকা থেকে তারাতলা যেতে লাগবে ১৮ থেকে ১৯ মিনিট। ট্রেন প্রান্তিক স্টেশনে পৌঁছনোর পর ১০ মিনিট পর ফের সেটি ছেড়ে যাবে উলটো পথে।
যাত্রীদের জন্য চালু হয়ে গেলে এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা, সর্বাধিক ভাড়া হবে ২০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ৫ টাকা, সখের বাজার পর্যন্ত ১০ টাকা, বেহালা-চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, বেহালা বাজার পর্যন্ত ২০ টাকা ও তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল সওয়া ১১টা নাগাদ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। মেট্রো রেলের সূচনা হাওড়া স্টেশন থেকে ভিডি কনফারেন্সের মাধ্যমে হবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।