প্রথম পাতা খবর ১১ জানুয়ারি যুবভারতীতে ডার্বি বাতিল! কী কারণে

১১ জানুয়ারি যুবভারতীতে ডার্বি বাতিল! কী কারণে

534 views
A+A-
Reset

চলতি মরসুমে ফিরতি ডার্বি হওয়ার কথা ছিল ১১ জানুয়ারি, কিন্তু যুবভারতীতে সেই ম্যাচ হচ্ছে না। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার কারণে ওই ম্যাচের জন্য পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী, আইএসএল আয়োজকদের এই ম্যাচ অন্য কোনও শহরে আয়োজন বা দিন পরিবর্তনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।

গঙ্গাসাগর মেলা ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এই মেলা আয়োজন এবং পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনার কারণে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। সাধারণত ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ প্রয়োজন, যা গঙ্গাসাগর মেলার কারণে সম্ভব নয়।

ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তার বিষয়ে আয়োজকদের ২৫ দিন আগেই জানানো হয়েছিল। আয়োজক মোহনবাগানকে এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশও তাদের অপারগতার কথা জানিয়েছে।

ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার বলেছেন, “আমরাও আগে ভুবনেশ্বরে একটি ম্যাচ খেলেছিলাম। মোহনবাগান সেখানে ডার্বি আয়োজন করুক।” মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, বিষয়টি এফএসডিএলকে জানানো হয়েছে। বিকল্প ভেন্যু হিসেবে ভুবনেশ্বর এবং জামশেদপুর প্রস্তাব করা হতে পারে। মোহনবাগান এমন জায়গা বেছে নিতে চাইছে যেখানে তাদের সমর্থকেরা সহজে পৌঁছতে পারবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.