কলকাতা: নিউটাউনে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম বিমল হালদার। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, ‘ওলা’-র হয়ে বাইক চালাতেন মৃত ব্যক্তি।
জানা গিয়েছে, ৪৮ বছর বয়সি বিমল নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, একটি ডাম্পার তাঁর বাইকে একটি ধাক্কা মেরেছিল। দুর্ঘটনায় ছিটকে পড়ে যায় বাইকটি। তড়িঘড়ি ওই রাইডারকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে বাইকের পিছনে যে যাত্রী ছিলেন, তিনি সুস্থ।
ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে ডাম্পারের চালককে। কী ঠিক ভাবে দুর্ঘটনা ঘটল, ট্র্যাফিক আইন মেনে বাইক চলছিল না, ডাম্পারটির গাফিলতি কতটা, এটি স্রেফ দুর্ঘটনা না কি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চে আগুন! এফআইআরে নাম শুভেন্দুর, গ্রেফতার ৩