নয়াদিল্লি: আরও ১০টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে গুজরাতের অমদাবাদ থেকে এই ট্রেনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আরও একটি নতুন বন্দে ভারত পেল বাংলা।
এ দিন দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে বারাণসী, মুম্বই থেকে অমদাবাদ, মাইসুরু থেকে চেন্নাই, কাসারগোড থেকে তিরুঅনন্তপুরম এবং এখন থেকে বিশাখাপত্তনম থেকে সেকন্দ্রাবাদ-সহ ছয়টি রুটে দুটি বন্দে ভারত ট্রেন চলাচল করবে।
পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত চলবে বন্দে ভারত। রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছাড়াও কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনের উদ্বোধন করেন মোদী। রাঁচিগামী নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গও। আসানসোল থেকে এই ট্রেনটি হাতিয়া পর্যন্ত চলবে।
নতুন ১০টি বন্দে ভারত রুট
১. অমদাবাদ থেকে সেন্ট্রাল মুম্বই
২. সেকন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম
৩. মহীশূর থেকে চেন্নাই
৪. পটনা থেকে লখনউ
৫. নিউ জলপাইগুড়ি থেকে পটনা
৬.পুরী থেকে বিশাখাপত্তনম
৭. লখনউ থেকে দেহরাদুন
৮. কালানবুড়ি থেকে বেঙ্গালুরুর
৯. রাঁচি থেকে বারাণসী
১০. খাজুরোহে থেকে দিল্লি