উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের সময় হাবিলদার ঝন্টু আলি শেখ শহিদ হন।
জম্মু-কাশ্মীরের উধমপুর জেলার ডুডু-বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে চলছে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হয় এই অভিযান। অভিযানের সময় গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। জঙ্গিদের গুলিতে নিহত হন নদিয়ার তেহট্টের বাসিন্দা, ভারতীয় সেনার প্যারাকমান্ডো ঝন্টু আলি শেখ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় অন্তত দুই জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা। অভিযান চলাকালীন জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাব দেয় সেনা। এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানা গিয়েছে, তবে আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি।
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর নৃশংস হামলার পরে উপত্যকায় জঙ্গি দমন অভিযানে গতি এনেছে সেনা। বুধবার কুলগামের তাংমার্গ এলাকাতেও নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয়। একের পর এক অভিযান চালিয়ে জঙ্গি নিকেশে সক্রিয় হয়েছে বাহিনী।