প্রথম পাতা খবর দেগঙ্গায় প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল ভাণ্ডারের সন্ধান, দ্রুত কাজ শুরুর উদ্যোগ

দেগঙ্গায় প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল ভাণ্ডারের সন্ধান, দ্রুত কাজ শুরুর উদ্যোগ

286 views
A+A-
Reset

দেগঙ্গা: অশোকনগরের পরে ফের বিপুল প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল ভাণ্ডারের সন্ধান মিলল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। এখানকার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের হামাদামা এলাকায় ড্রিল প্রাকৃতিক গ্যাসের খোঁজ পেয়েছে ওএনজিসি। সেইমতো এলাকায় ড্রিল সাইটের জন্য জমি চিহ্নিত করা হচ্ছে। সেই জমি যাতে দ্রুত লিজে পাওয়া যায় তার জন্য সংস্থার আধিকারিকেরা এখানকার জমির মালিকদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন।

বর্তমান সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ওএনজিসির আধিকারিকদের মন্তব্য উদ্ধৃত করে বলা বয়েছে, হামদামায় তেলের পাশাপাশি বিপুল পরিমাণেপ্রাকৃতিক গ্যাসের প্রাথমিক খোঁজ পাওয়া গিয়েছে। ড্রিল সাইটের মাধ্যমে কোন স্তরে কি পরিমান মজুদ রয়েছে তা নিশ্চিত করা হবে। এই খবরে জেলাজুড়ে খুশির হাওয়া ছড়িয়েছে। স্থানীয়দের দাবিমতো জমির চরিত্র অনুযায়ী ক্ষতিপূরণ বৃদ্ধি ও জমিদাতাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের দাবি ওএনজিসি কর্তৃপক্ষ খতিয়ে দেখা শুরু করেছে।

প্রসঙ্গত, চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের হামাদামা এলাকায় আগেও ড্রিল সাইট তৈরি করে প্রাকৃতিক গ্যাসের খোঁজ চালিয়েছিল ওএনজিসি। প্রযুক্তিগত সমস্যা-সহ বহুবিধ কারণে সেই সময় খুব একটা সম্ভাবনা পাওয়া যায়নি। তবে নতুন করে অনুসন্ধানের পর এলাকায় বিপুল সম্ভাবনার কথা উঠে আসে।

জানা গিয়েছে, ওএনজিসি কর্তারা এলাকা পরিদর্শন করে চাষিদের সঙ্গে জমি নিয়ে বৈঠকও করেছেন। সেখানে বলা হয়েছে, ওই ড্রিল সাইট তৈরির জন্য প্রায় ১৮ বিঘা জমি প্রয়োজন। তিন বছরের জন্য ওই জমি লিজে নেওয়া হবে। ওএনজিসির এই সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে খুশির হাওয়া। এলাকায় ড্রিল সাইট তৈরির উদ্যোগ বিভিন্ন মহলে উৎসাহ তৈরি দেখা দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.