রামনগর:পূর্ব মেদিনীপুরের রামনগরে রাস উৎসবের প্রসাদ খাওয়ার পর শতাধিক গ্রামবাসী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে চিঁড়ে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থতার উপসর্গ দেখা যায়। অসুস্থদের দ্রুত স্থানীয় সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে অধিকাংশের উপসর্গ একই— পেটে ব্যথা, বমি এবং বমিভাব। বর্তমানে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক মানুষ।
জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিচ্ছেন। মেলা প্রাঙ্গণে একটি জরুরি স্বাস্থ্য শিবিরও খোলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, প্রসাদের মধ্যে বিষক্রিয়া ঘটতে পারে, যা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর।
এগরার বিধায়ক তরুণকুমার মাইতি জানিয়েছেন, তিনি নিজে পানিপারুল হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাঁর মতে, ‘‘মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা অত্যন্ত জনপ্রিয়। রবিবারের উৎসবে চিঁড়ে প্রসাদ খাওয়ার পর থেকেই একের পর এক অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে। কী কারণে এমনটি ঘটল, তা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।’’