প্রথম পাতা খবর বিহারে ভোটার তালিকায় বাদ পড়ল ৬৫ লক্ষের বেশি নাম, পটনাতেই বাদ ৩.৯৫ লক্ষ

বিহারে ভোটার তালিকায় বাদ পড়ল ৬৫ লক্ষের বেশি নাম, পটনাতেই বাদ ৩.৯৫ লক্ষ

139 views
A+A-
Reset

শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে উত্তেজনা তুঙ্গে। দেখা গিয়েছে, বিহারে ৬৫ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সবথেকে বেশি বাদ পড়েছে পটনায়— প্রায় ৩.৯৫ লক্ষ। এরপর রয়েছে মধুবনী (৩.৫২ লক্ষ), পূর্ব চম্পারণ (৩.১৬ লক্ষ) ও গোপালগঞ্জ (৩.১০ লক্ষ)।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৬.২৮ লক্ষ ভোটার বিহার ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বা নির্দিষ্ট ঠিকানায় পাওয়া যায়নি। ২২.৩৪ লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে এবং ৭.০১ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। এ সমস্ত কারণেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এমন ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এনডিএ-কে সুবিধা পাইয়ে দিতেই এই পদক্ষেপ। এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সংসদের বাদল অধিবেশনে উত্তপ্ত হয়েছে পরিবেশ। এমনকি লোকসভায় আলোচনার দাবিতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিরোধী সাংসদরা।

তবে নির্বাচন কমিশনের আশ্বাস, এটি খসড়া তালিকা। প্রকৃত কোনও ভোটারের নাম বাদ পড়লে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে। পরে যাচাই-বাছাইয়ের পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.