প্রথম পাতা খবর পহেলগাঁও হামলা: ফেরা হল না বাংলার তিন বাসিন্দার, পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

পহেলগাঁও হামলা: ফেরা হল না বাংলার তিন বাসিন্দার, পরিবারের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

322 views
A+A-
Reset

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় রয়েছেন বাংলার তিনজন—বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। তাঁদের পরিবারের সদস্যরা বুধবার রাতেই দিল্লি থেকে কলকাতা ফিরে আসবেন, এক্স হ্যান্ডেলে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, গোটা ঘটনার উপর তিনি নিজে ব্যক্তিগতভাবে নজর রাখছেন এবং নিহতদের পরিবারকে সবরকম সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ঘটে এই ভয়াবহ জঙ্গি হামলা। প্রাণ হারান ২৬ জন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। হামলার পরে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।”

মুখ্যমন্ত্রীর নির্দেশেই মঙ্গলবার রাতেই টালিগঞ্জের বিতান অধিকারীর বাড়িতে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি। ফোনে কথা বলেন বিতানের স্ত্রীর সঙ্গেও মুখ্যমন্ত্রী স্বয়ং। অন্যদিকে, বুধবার সকালে মৃত সমীর গুহর বাড়িতে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং জানান, রাজ্য সরকার সবরকমভাবে এই পরিবারের পাশে রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়াও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.