প্রথম পাতা খবর ইমরানের চালে বোল্ড বিরোধীরা, অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক রাষ্ট্রপতি

ইমরানের চালে বোল্ড বিরোধীরা, অ্যাসেম্বলি ভেঙে দিলেন পাক রাষ্ট্রপতি

295 views
A+A-
Reset

ঘনঘন রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে পাকিস্তানে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে চলছে চরম নাটকীয় অধ্যায়। রবিবারই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে পাক অ্যাসেম্বলিতে যখন আলোচনা চলছিল, তখন ইমরান ছুটলেন রাষ্ট্রপতির কাছে। নাটকীয়ভাবে তিনি রাষ্ট্রপতির কাছে দাবি করেন সাধারণ নির্বাচন ঘোষণা করার।

পাক মিডিয়া সূত্রে খবর, সেই মতো অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার ঘোষণা করেছেন পাক রাষ্ট্রপতি আরিফ। পাশাপাশি আরও জানানো হয়েছে, ইমরানই আপাতত দেশের তদারকি প্রধানমন্ত্রী হতে চলেছেন। এমনকি সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে পাকিস্তানে।

ইমরান খান বুঝে গিয়েছিলেন অনাস্থা প্রস্তাবে হার নিশ্চিত। এরমধ্যেই এদিন তিনি দারুণ কূটনৈতিক চাল দিলেন। বিরোধীদের নিশ্চিত জয়ের অঙ্ক মোক্ষম চালে ক্লিন বোল্ড করে দিলেন। আপাতত পাক সংসদ ভেঙে দিয়ে আরও তিনমাস নিজের গদি বাঁচিয়ে নিলেন পাকিস্তানকে বিশ্বকাপ এনে দেওয়া প্রাক্তন অধিনায়ক।

এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরিয়েই ইমরান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি পাকিস্তানের নাগরিকদের ভোটের জন্য প্রস্তুত হতে বলেন। ইমরানের কথায়, ঘবড়ানা নেহি হ্যায়। ঈশ্বর উপর থেকে পাকিস্তানের উপর নজর রেখে চলেছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.