প্রথম পাতা খবর জম্মুর সাম্বা সেক্টর ও পাঞ্জাবের একাধিক জায়গায় ফের ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের!

জম্মুর সাম্বা সেক্টর ও পাঞ্জাবের একাধিক জায়গায় ফের ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের!

233 views
A+A-
Reset

সংঘর্ষবিরতির ঘোষণার তিন দিন পেরোতে না পেরোতেই ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাক সীমান্ত। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা, আখনুর এবং উধমপুর সেক্টরে ভারতের আকাশসীমায় একাধিক পাকিস্তানি ড্রোন ঢুকে পড়ে। পঞ্জাবের হোশিয়ারপুরেও বিস্ফোরণের জোরালো শব্দে আতঙ্ক ছড়ায়।

সেনা সূত্রে খবর, সাম্বার আকাশে একাধিক ড্রোন নজরে আসতেই ভারতীয় সেনার এয়ার ডিফেন্স ইউনিট দ্রুত পাল্টা প্রতিরোধ করে। তার পরই সেগুলি উধাও হয়ে যায়। পাশাপাশি, সেনার দাবি— উধমপুরে উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডের সদর দফতর ও বিমানঘাঁটির দিকেও নজরদারি চালানোর চেষ্টা করে পাক ড্রোন।

এই অবস্থায় হটলাইনে যোগাযোগ করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল কাশিফ আবদুল্লাহ। দুই সেনাপ্রধানের মধ্যে সরাসরি আলোচনা হলেও, সীমান্তে উত্তেজনা প্রশমিত হয়নি।

এই পরিস্থিতিতে সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাফ বলেন, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পরিস্থিতি বিবেচনায় সাময়িক বিরতি নেওয়া হয়েছে। ভারত নজর রাখছে এবং প্রয়োজন হলে ফের কঠোর জবাব দেওয়া হবে।”

মোদীর বক্তব্যে উঠে আসে ২২ এপ্রিল পহেলগাঁও হামলা এবং তার জবাবে চালানো অপারেশন সিঁদুরের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী জানান, “সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে আর কোনওভাবেই বরদাস্ত করবে না ভারত। সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। আলোচনা যদি হয়, তবে তা হবে শুধুই সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।”

ঘটনার পর ফের একবার প্রশ্ন উঠছে— পাকিস্তান আদৌ কি সংঘর্ষবিরতিতে আন্তরিক? সীমান্তে ক্রমাগত উসকানি বন্ধ না হলে ফের বড়সড় সেনা পদক্ষেপের দিকে এগোতে পারে দিল্লি, এমন ইঙ্গিত স্পষ্ট প্রধানমন্ত্রীর কণ্ঠে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.