জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর বৃহস্পতিবার রাতে পাকিস্তানি সেনার ‘লাগাতার গুলিবর্ষণ’-এর জবাব দিয়েছে ভারতীয় সেনা। সেনা সূত্রে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভারতের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
সূত্রের মতে, “গত রাতে পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ রেখার কিছু অঞ্চলে ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় বাহিনী তা কার্যকরভাবে প্রতিহত করে।”
এই গোলাগুলির ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ফলে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পহেলগাঁওয়ে হামলার প্রেক্ষিতে ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে— এর মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক দূতদের বহিষ্কার, ৬০ বছরের পুরনো ইন্দাস জলচুক্তি স্থগিত, এবং অটারী স্থল সীমান্ত অবিলম্বে বন্ধ করা। হামলার সঙ্গে জঙ্গিদের “সীমান্ত পেরোনোর যোগসূত্র” থাকার প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
পহেলগাঁওয়ে ওই জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন।