প্রথম পাতা খবর পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা, নিহত ১২ সেনা জওয়ান

পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা, নিহত ১২ সেনা জওয়ান

353 views
A+A-
Reset

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার মালিখেল এলাকায় এক যৌথ চেকপোস্টে ইসলামপন্থী জঙ্গিদের আত্মঘাতী হামলায় ১২ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এই হামলায় একজন আত্মঘাতী জঙ্গি বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত করে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, জঙ্গিরা চেকপোস্টে প্রবেশের চেষ্টা করলেও সেনা সদস্যদের কার্যকর প্রতিরোধের কারণে তা ব্যর্থ হয়।

বিস্ফোরণের ফলে চেকপোস্টের প্রাচীরের একটি অংশ ভেঙে পড়ে এবং সংলগ্ন স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ১০ জন সেনা সদস্য এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির ২ জন সদস্যসহ মোট ১২ জন নিহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের সময় ৬ জন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থলে একটি স্যানিটাইজেশন অপারেশন চলছে এবং পুরো এলাকায় কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।

খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশসহ গোটা পাকিস্তানে গত এক বছরে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) এর মতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সহিংসতায় ৯০ শতাংশ বৃদ্ধি হয়েছে।

এই হামলার একদিন আগেই পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য একটি সর্বাত্মক সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার ফেডারাল এপেক্স কমিটির এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.