কলকাতা: পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাচ্ছেন খোদ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৩ জুলাই বীরভূমের খয়রাশলে সভা করবেন তিনি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে সভার প্রস্তুতির কাজ শুরু করতে বলে দিয়েছেন।
পাচারকাণ্ডে জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এ বছরের ৭ মার্চ তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তিহার জেলে। তাঁর অনুপস্থিতিতে বীরভূমে জেলা সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মমতা। একটি কোর কমিটিও তৈরি করে দিয়েছিলেন খোদ দলনেত্রী।
তবে মমতা বীরভূম সফর একপ্রকার নিশ্চিত হলেও জেলার কোথায় তিনি সভা করবেন, তা এখনও স্থির হয়নি বলেই জেলা নেতৃত্ব সূত্রে খবর। আপাতত সভাস্থল হিসেবে খয়রাশোল এবং দুবরাজপুরকে চিহ্নিত করা হয়েছে। এই দু’টি জায়গার মধ্যে যে কোন একটি জায়গায় সভা করবেন মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে দুবরাজপুরের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বে একাংশ।
পঞ্চায়েত ভোটের প্রচারে বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন মমতা। সোমবার কোচবিহারের পর মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করেন মমতা। এ দিন মালবাজারের প্রচারসভা শেষ করে কলকাতায় ফিরে আসার কথা তাঁর। দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচারে তিনি হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় যাবেন বলে জানা গিয়েছে।