কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, এ বারের পঞ্চায়েত ভোটে কমপক্ষে ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।
গত ১৫ জুন কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত ভোট করাতে হবে। সুপ্রিম কোর্টেও সেই নির্দেশ বহাল ছিল। পর কমিশনের তরফে ২২টি জেলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জন্য অনুরোধ করা হয়েছিল কেন্দ্রকে।
যার প্রতিবাদে হাই কোর্টে আদালত অবমাননার মামলা করে বিজেপি। সেই মামলাতেই হাইকোর্টের নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে বাহিনী চাইতে হবে কমিশনকে। এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই প্রসঙ্গ উত্থাপন করে বিজেপি জানিয়েছিল, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজ্যে।
প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “এ বারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্যও অন্তত ওই সংখ্যক বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশন ২২টি জেলার জন্য যে ২২ কোম্পানি অর্থাৎ ২০০০-এর কিছু কম আধা সেনা মোতায়েনের কথা বলেছে, তা করলে চলবে না। আর এই বাহিনীর জন্য কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে কেন্দ্রকে।