কলকাতা: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। সেই সম্ভাবনাকে জোরালো করল রাজ্য নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা।
দিনক্ষণ স্থির না হলেও পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য কমিশন। জেলাগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া সব ক’টি জেলার জেলা পঞ্চায়েত নির্বাচন আধিকারিক এবং জেলাশাসকদের সীমানা পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণ সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাসদুয়েক আগে রাজ্য জুড়ে সীমানা পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণের কাজ শুরু হয়। ১২ সেপ্টেম্বরের মধ্যে সীমানা পুনর্বিন্যাস এবং ১৬ সেপ্টেম্বরের মধ্যে আসন সংরক্ষণের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই কাজ শেষ হয়েছে। এ বার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে সীমানা পুনর্বিন্যাস এবং আসন সংরক্ষণ খসড়া তালিকা ১৯ অক্টোবরের মধ্যে জেলাগুলিকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে কমিশন।
এই নির্দেশের মাধ্যমেই কার্যত রাজ্য নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়ে দিল আগামী বছরের দোরগড়াতেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিকে যেতে চলেছে তারা। এমনকী, পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পঞ্চায়েতের বকেয়া কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: ১০০ দিনের কাজের টাকা বাকি, কেন্দ্রের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা