প্রথম পাতা খবর পানিহাটি সহ আরও ৩ আসনে বিপুল ভোটে জয় তৃণমূলের, ঝালদা দখল কংগ্রেসের, চন্দননগরে জয়ী বাম

পানিহাটি সহ আরও ৩ আসনে বিপুল ভোটে জয় তৃণমূলের, ঝালদা দখল কংগ্রেসের, চন্দননগরে জয়ী বাম

243 views
A+A-
Reset

রাজ্যের ৬ পুরসভার ৬ ওয়ার্ডের উপনির্বাচনের শূন্য হাতেই ফিরতে হল রাজ্যের প্রধান বিরেধী দল বিজেপিকে। কোনও খাতা খুলতে পারল না গেরুয়া শিবির। ৬টি ওয়ার্ডের মধ্যে ৪টি তৃণমূল ও ১টি করে কংগ্রেস ও বাসমেদের দখলে।

পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তৃনমূল প্রার্থী মিনাক্ষী দত্ত। তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে। চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ১৩০ ভোটে জয়ী হলেন সিপিএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ৭৭৮ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। তবে খাতা খুলতে পারেনি বিজেপি।

পাণিহাটির ৮ নম্বর ওয়ার্জে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। ২২৭৪ ভোটে জয়ী হয়েছেন তিনি। ভোটর কয়েক দিনের মধ্যেই রাস্তায় খুন করা হয়েছিল তাঁকে। মীনাক্ষী দত্ত বলেন, ‘এটা অনুপমের প্রতি মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ৷ নিহত অনুপম দত্ত ২২০০ ভোটে এর আগে জিতেছিলেন, আর এবার ২২৭৪ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী স্ত্রী মীনাক্ষী দত্ত। এই প্রসঙ্গে মীনাক্ষী দত্ত বলেন, ‘সাধারণ মানুষ পাশে আছেন। থাকবে। আর সাধারণ মানুষের পাশে আমি থাকব। এটাই প্রতিশ্রুতি।’

ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী কনকলতা দাস। তিনি পেয়েছেন ৫০২ ভোট। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআইএম-এর রিঙ্কি স্বর। তাঁর প্রাপ্ত ভোট ৯২। দমদমের ৪ নম্বর ওয়ার্ডে বাকি থাকা নির্বাচনে জিতেছেন তৃণমূলের তাপস রায়। তাঁর প্রাপ্ত ভোট ৪৪৫। তাপস রায়ের নিকটতম প্রতিদ্বন্দী বাম প্রার্থী শান্তনু বর্ধন পেয়েছেন ৬৫ ভোট। দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডেও জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায়। তিনি পেয়েছেন ১,৪৮৩ভোট। তাঁর নিকটতম প্রার্থী সিপিআইএম-এর বন্দনা ঘোষ রায় পেয়েছেন ৯৪৯ ভোট।

ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের দখল নিজেদের কাছেই রাখল কংগ্রেস। উপনির্বাচনে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু। নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু পেয়েছেন ৯৩০ ভোট। তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক পেয়েছেন ১৫২ ভোট। তৃণমূল প্রার্থীকে মিঠুন হারিয়েছেন ৭৭৮ ভোটে।

আরও পড়ুন :

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিত শিক্ষা দফতরের

১৭,০০০ চাকরি রেডি, আদালতের মামলার কারণে সব কিছু আটকে রয়েছে : মমতা

খড়্গপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ

মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক

‘ধান ফিরিয়ে দিলে থানায় গিয়ে এফআইআর করুন, কড়া বার্তা মমতার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.