রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR)। ঠিক এই সময়েই এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির এক ব্যক্তি। পরিবারের দাবি, এনআরসি-র ভয়ে প্রাণ দিয়েছেন প্রদীপ কর (৫৭)। মৃতের বাড়ি খড়দহ থানার অন্তর্গত পানিহাটি ৪ মহাজ্যোতি নগর এলাকায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিঠিতে প্রদীপ কর লিখেছেন— “আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি।” এই মর্মান্তিক ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, “৫৭ বছর বয়সি প্রদীপ কর এনআরসি আতঙ্কে আত্মহত্যা করেছেন। বিজেপির ভয় এবং বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে! বছরের পর বছর ধরে বিজেপি সাধারণ মানুষকে এনআরসি-র নামে আতঙ্কিত করেছে, মিথ্যা ছড়িয়েছে, ভয় দেখিয়েছে, আর ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র করেছে।”
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, “যাঁরা দিল্লিতে বসে দেশপ্রেমের বুলি আওড়ান, তাঁরাই আজ এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে মানুষ নিজের মাটিতে ‘বিদেশি’ হয়ে যাওয়ার ভয়ে আত্মহত্যা করছেন। এই মৃত্যু বিজেপির বিষাক্ত রাজনীতির সরাসরি পরিণতি।”
তাঁর কড়া বার্তা— “বঙ্গ কখনও এনআরসি মানবে না। মা-মাটি-মানুষের মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা চলবে না। দিল্লির জমিদারদের জানিয়ে দিচ্ছি, বাংলা লড়বে, বাংলা বাঁচাবে, বাংলা জিতবেই।”
এদিকে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। খড়দহ থানার পুলিশ মৃতের পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য রেকর্ড করছে।