কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছান বেলেঘাটার বিধায়ক। প্রায় তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদ পর্ব শেষে তাঁর দাবি, তাঁকে নিশানা করা হচ্ছে।
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎকে খুন করা হয়। ভোট পরবর্তী হিংসা মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে তদন্তভার পায় সিবিআই। অভিজিৎ হত্যা মামলার তদন্তে এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই-এর সামনে হাজিরা দিলেন পরেশ। এ দিন তিনি বলেন, “যতবার ডাকবে ততবার আসব।”
একই সঙ্গে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “বেলেঘাটায় আমরা তৃণমূল করি। আমি সেখানকার বিধায়ক ও কাউন্সিলর। কিন্তু, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে আমি থাকি না। আসলে ওদের তো কাউকে নিশানা করতে হবে। সেটা আমাকে করা হচ্ছে”।
অন্য দিকে, অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকারের অভিযোগ ছিল, “পরেশ পালের নির্দেশেই খুন করা হয়েছে আমার ভাইকে। আমার সঙ্গে ওঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। আমি প্রস্তুত।”
আরও পড়ুন: ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বৃদ্ধি, সুপ্রিম কোর্টে প্রশ্ন বিরোধীদের