প্রথম পাতা খবর Parliament News: সংসদে তুমুল হট্টগোলের মাঝেই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

Parliament News: সংসদে তুমুল হট্টগোলের মাঝেই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

814 views
A+A-
Reset

সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই পাশ হয়ে গেল বিতর্কীত কৃষি আইন প্রত্যাহার বিল। মূলত ধ্বনি ভোটেই এদিন পাশ হয়ে যায় এই বিল। বিরোধীদের তরফে আলোচনার দাবি জানান হলেও সেই দাবি খারিজ হয়ে যায়।

এদিন অধিবেশনের শুরুতেই সংসদ ভবনের ঐতিহ্য নিয়ে বার্তা দেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপরও মুলতুবি হয় সংসদের উভয় কক্ষের অধিবেশন। পাশাপাশি এদিন সংসদ ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন তৃণমূলের সাংসদরা।

বিরোধীরা অভিযোগ জানায়, কৃষক স্বার্থের বিষয়টি নিয়ে কোনওরকম আলোচনা চায় না মোদী সরকার। এরপরই তৃণমূল ও কংগ্রেসের অনুপস্থিতিতেই ধ্বনিভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল।

শীতকালীন অধিবেশনের প্রথম দিনে কৃষি আইন প্রত্যাহার বিল-সহ একাধিক বিল পেশ করার হবে বলে আগেই জানা গিয়েছিল কেন্দ্রের তরফে। এদিন লোকসভায় বিলটি পাশ হওয়ার পর পরই রাজ্যসভাতেও পেশ করা হয় এই বিল। আর সেখানেও ধ্বনি ভোটেই পাশ হয় কৃষি আইন প্রত্যাহার বিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.