রাজ্য রাজনীতিতে বড় চমক। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন বিজেপি নেত্রী পার্নো মিত্র। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তাঁর যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এই দলবদলকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বরাহনগর-সহ উত্তর কলকাতার রাজনীতিতে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর আসনে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো। ওই সময়ে তৃণমূলের হয়ে তাঁর বিরুদ্ধে লড়েছিলেন তাপস রায়। বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে—এবার বরাহনগরের দায়িত্ব সামলাচ্ছেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছর ধরে বিজেপির সঙ্গে মতপার্থক্য তৈরি হচ্ছিল পার্নোর। সেই অসন্তোষ ঘনিষ্ঠ মহলে প্রকাশও করেছিলেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২৫ সালে বিজেপি থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া না গেলেও নিশ্চিততা ছিল না, আর তার আগেই ঘাসফুল শিবিরে নাম লেখালেন পার্নো। এই দলবদলের পরই নতুন প্রশ্ন—তৃণমূলের হয়ে ভোটে লড়তে পারেন কি তিনি? রাজনৈতিক পরিসরে জল্পনা তুঙ্গে।
দলবদলের পর পার্নো মিত্র বলেন,
“আজ আমার জন্য বড়দিন। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও নেতৃত্বে আমার নতুন শুরু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেও এগিয়ে নিয়ে যাব।”
তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে আরও বড় ভূমিকা নিতে প্রস্তুতি শুরু করেছেন তিনি।
সব মিলিয়ে, পার্নো মিত্রর তৃণমূলে যোগে উত্তর কলকাতা ও বরাহনগর কেন্দ্রের রাজনৈতিক সমীকরণে নতুন উত্তাপ, আর সেই জায়গাতেই নজর এখন রাজনৈতিক মহলের।
60