অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের দায়ের করা মামলায় বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে ৯০ হাজার টাকার বন্ডে। তবে এই জামিন সত্ত্বেও এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। কারণ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও রায় ঘোষণা হয়নি। সোমবার কলকাতা হাই কোর্টে সেই মামলার শুনানি শেষ হলেও বিচারপতি শুভ্রা ঘোষ রায়দান স্থগিত রেখেছেন। ফলে পুজোর আগে পার্থর জেলমুক্তি হবে কি না তা নিয়ে জল্পনা তুঙ্গে।
উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করে। এরপরই অর্পিতা ও পার্থ দু’জনকেই গ্রেফতার করা হয়। পরে সিবিআইও নিয়োগ দুর্নীতিতে তদন্ত শুরু করে এবং তাঁকেও ‘শোন অ্যারেস্ট’ করে। সেই থেকে তিনি জেলবন্দি। গ্রেফতারের পর তৃণমূল কংগ্রেস তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেয়।
প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকলেও বর্তমানে অসুস্থতার কারণে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পার্থ চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণে বারবার জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি। সদ্য ইডির মামলায় জামিন পেলেও প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় রায় মুলতবি থাকায় এখনও জেল থেকে মুক্তি মিলছে না। ওয়াকিবহাল মহলের মতে, সেই মামলায় জামিন মেললেই পুজোর আগেই মুক্তি পেতে পারেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।