আবারও জামিনের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক মামলায় জড়িয়ে পড়ায় এখনও মুক্তি মেলেনি তাঁর। আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিং-এর বেঞ্চে তাঁর মামলার শুনানি হয়।
ইডি-র এক মামলায় জামিন পেলেও সিবিআই-এর আরও কয়েকটি মামলায় জেলেই থাকতে হচ্ছে পার্থকে। সেই সিবিআই মামলাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান তিনি। শুনানির পর শীর্ষ আদালত সিবিআই-কে নোটিস পাঠিয়ে জানায়, কেন তাঁকে এখনও হেফাজতে রাখা হয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে।
সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন পার্থ। এবার নতুন করে মামলা থেকে অব্যাহতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ২০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।