মাকে হারালেন পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা: প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে ৯১ বছর বয়স হয়েছিল তাঁর। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ দুপুর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই খবর পেয়ে তড়িঘড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একে একে আসেন সুব্রত বক্সি, ববি হাকিমরা। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জানা গিয়েছে, আজ সন্ধে ৭টার পর কেওড়াতলা মহাশ্মশানে শিবানী চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। থাকবেন মন্ত্রিসভার সদস্যরাও। উল্লেখ্য ২০১৭ সালে মাত্র ৫৭ বছর বয়সে চলে যান পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী জয়শ্রী চট্টোপাধ্যায়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন