প্রথম পাতা খবর জিতলেও ফেরাবে না দল, তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের স্পষ্ট বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়

জিতলেও ফেরাবে না দল, তৃণমূলের বিক্ষুব্ধ প্রার্থীদের স্পষ্ট বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়

277 views
A+A-
Reset

আগামী পুরসভা নির্বাচনে তৃণমূলের অনেক স্থানীয় নেতা দলের তরফে টিকিট না পেয়ে ব্যক্তিগতভাবে নির্দল প্রার্থী হয়ে ভোটের ময়দানে লড়াইতে অবতীর্ণ হয়েছেন। সারা রাজ্য জুড়ে এই ধরনের গোঁজ নির্দল প্রার্থীর সংখ্যাটা নেহাত কম নয়।

বাস্তব চিত্র হল, এই সব নির্দল প্রার্থীদের বেশিরভাগ এরই জেতার সম্ভাবনা খুব কম। কিন্তু কিছু কিছু জায়গায় আবার এদের মধ্যে অনেকেরই জয়ের সম্ভাবনা রয়েছে ভালো রকম। আর সেটাই এখন মাথা ব্যাথা তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে।

ওই সব নির্দল প্রার্থীদের অনেকেই এমনটা ভেবে নিয়েছেন যে, দল প্রার্থী হওয়ার জন্য টিকিট না দিলেও একবার যদি ভোটের ময়দানে কোনও ভাবে জয় হাসিল করে ফেলা যায়, তাহলে দলীয় নেতৃত্ব ফের অনেকটা বাধ্য হয়েই তাঁদেরকে মেনে নেবে এবং দলে ফিরিয়ে নেবে। যদিও এবার সেই সম্ভাবনায় সরাসরি জল ঢেলে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

“এবারের নির্বাচনে জিতে ফের দলে ফিরে এসব” এমন বক্তব্যকে সামনে রেখে এবার ভোট প্রচার করছেন তৃণমূলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা অনেকেই। এবার ওই সব নির্দল প্রার্থীদের উদ্দেশ্যেই কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পার্থ চট্টোপাধ্যায়।

এক সাংবাদিক বৈঠকে রবিবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অনেকেই তো বিজেপি-তে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দল দরজা হাট করে খুলে দেয়নি। তাই যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন, তাঁদের স্মরণ করিয়ে দিতে চাই— নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পুরণ হবে না। দলেও ফেরা যাবে না।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.