প্রথম পাতা খবর উড়ানে দেরি হওয়ায় পাইলটকে ব্যাপক মারধর! অভিযুক্ত যাত্রীর জামিন

উড়ানে দেরি হওয়ায় পাইলটকে ব্যাপক মারধর! অভিযুক্ত যাত্রীর জামিন

461 views
A+A-
Reset

নয়াদিল্লি: ঘন কুয়াশার কারণে উড়তে পারেনি বিমান। ইন্ডিগোর ৬ই২১৭৫ বিমান রবিবার বেশ কয়েক ঘণ্টা দেরি করে সফর শুরু করতে। স্বভাবতই বিব্রত হতে থাকেন যাত্রীরা। তখনই এক যাত্রী সোজা গিয়ে পাইলটের ওপর হামলা চালান। অভিযুক্ত যাত্রীর নাম সাহিল কাটারিয়া। তাকে গ্রেফতার করা হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োয় দেখা যায়, ইন্ডিগো ফ্লাইটে থাকা একজন যাত্রী বিমানের পাইলটকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, হলুদ হুডি পরা একজন লোক হঠাৎ করে শেষ নিজের আসন থেকে উঠে এসে ফ্লাইটের কো-ক্য়াপ্টেন অনুপ কুমারকে মারতে থাকে।

জানা গিয়েছে, অভিযুক্ত সাহিল কাটারিয়াকে আপাতত নো ফ্লাই জোনে রাখা হয়েছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করেন, তিনি যে ঘৃণ্য কাজ করেছেন, তার জন্য তাকে জীবনভর নো ফ্লাই জোনে রাখা উচিত।

বেশ কয়েক দিন ধরে ঘন কুয়াশার জেরে সমস্ত এয়ারলাইনসের মধ্যে ইন্ডিগোর চলাচল সবথেকে বেশি দেরির মুখে পড়েছে কিংবা বাতিল হয়েছে। বলা ভাল যে, ইন্ডিগোর উড়ান সবথেকে খারাপ ভাবে ব্যাহত হয়েছে। এর জেরে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.