প্রথম পাতা খবর ‘পেগাসাস স্পিন বাজেট’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘পেগাসাস স্পিন বাজেট’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

256 views
A+A-
Reset

২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, এই বাজেট ‘পেগাসাস স্পিন বাজেট’। এই বাজেটে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। আয়কর ছাড়ের বিষয়েও কোনও কথা এই বাজেটে নেই। সাধারণ মানুষ বেকারত্ব ও মুদ্রাস্ফীতির যাঁতাকলে পড়ে রয়েছে, সেদিকে এই বাজেট কোনও পথ দেখাতে পারেনি। তিনি আরও বলেছেন, পেগাসাস কেলেঙ্কারির থেকে মুখ ঘোরাতেই এই অন্তরসারশূন্য বাজেট।

এই বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট করে ছাড় ঘোষণা করেছেন, এছাড়া পাঁচ বছরে ৬০ লক্ষ্য চাকরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু কৃষক, মধ্যবিত্ত, দিন আনে দিন খায় মানুষের এবং বেকারদের কথা প্রধানমন্ত্রী ভাবেনইনি।

মমতার সুরে ডেরেক ও’ব্রায়েনও এই বাজেট জনরোধী বলেছেন।

কংগ্রেসের প্রতিক্রিয়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরূপ। রাহুল গান্ধী টুইটে বলেছেন, মোদী সরকারের শূন্য বাজেট।

জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অমিত মিত্রের ব্যাখ্যা, এই বাজেট সম্পূরেণ দিশাহীন। গতবারে ৯৮ কোটি টাকার বাজেট বাজেট ঘোষণা হয়েছিল কিন্তু এবার ৭৩ কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে।  

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.