প্রথম পাতা খবর বিজেপিতে মোহভঙ্গ তাই বামে ফিরছেন ভোটাররা: বিমান বসু

বিজেপিতে মোহভঙ্গ তাই বামে ফিরছেন ভোটাররা: বিমান বসু

300 views
A+A-
Reset

কলকাতা পুরসভার নির্বাচনে এবার অভূতপূর্ব ঘটনা ঘটেছে। বিগত বেশ কয়েকটি নির্বাচনে ক্রমশই ফুরিয়ে যেতে যেতে প্রায় নির্মূল হয়ে যেতে বসেছিল বামেদের জন সমর্থন। কিন্তু এবারে কলকাতা পুরসভার নির্বাচন ফের একবার আশার সঞ্চার করেছে বাম নেতা কর্মী সমর্থকদের মনে। কারণ এবারের পুরভোটের ভোট শতাংশের হিসাব এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফের ভোট বাড়ছে বামেদের।

কলকাতা পুরসভার প্রাপ্ত ভোটের শতাংশের নিরিখে বামেরা এবার রয়েছে দ্বিতীয় স্থানে অবশ্যই বামফ্রন্টের কর্মী-সমর্থকদের কাছে অত্যন্ত চমকপ্রদ বিষয় হয়ে উঠেছে।

ভোট শতাংশের হিসাব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তৃণমূল যেখানে পেয়েছে প্রায় ৭২ শতাংশ ভোট সেখানেই দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে ১১ শতাংশ ভোট আর বামেদের ও পেছনে থাকা বিজেপির ভাগ্যে জুটেছে মাত্র ৯ শতাংশ ভোট।

কলকাতা পুরভোটে এবারের ভোট শতাংশের এই পাটিগণিতের অংক দেখার পরে প্রবীণ বাম চেয়ারম্যান বিমান বসুর তাৎপর্যপূর্ণ মন্তব্য, আবারো বামেদের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। বুধবার শান্তিনিকেতনে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে করেন প্রবীণ এই বাম নেতা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা পুরো ভোটের ফলাফল সম্বন্ধে বলেন,”যা হওয়ার ছিল তাই হয়েছে, কলকাতার পুরভোটে ভোট লুঠের উৎসব হয়েছে। নির্বাচনের আগেই বাম পোলিং এজেন্ট দের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে তৃণমূল। তারপর নির্বাচনের দিনেও সন্ত্রাস চালানো হয়েছে।” এরপর কলকাতার পুরভোটে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসা প্রসঙ্গে বিমান বাবুর মন্তব্য, “কলকাতার নাগরিকরা বুঝতে পারছেন, তৃণমূল আর বিজেপি একই রকম বিভাজন এর রাজনীতি করছে। আর তাই এবার তাঁরা ফের একবার আমাদের দিকে ফিরতে শুরু করেছেন।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.