প্রথম পাতা খবর পেট্রোল এর দাম কমছে লিটার পিছু ২৫ টাকা করে !

পেট্রোল এর দাম কমছে লিটার পিছু ২৫ টাকা করে !

266 views
A+A-
Reset

নতুন বছরের ‘ ধুম মাচা দে’ উপহার বলা যেতেই পারে এই খবরকে। কারণ ২০২১ শেষ হওয়ার আগেই ঘোষণা, নতুন বছর থেকেই কমে যাচ্ছে পেট্রোলের মূল্য। ১ টাকা, ২ টাকা বা ৫ টাকা নয়, একদম একলাফে ২৫ টাকা কম হয়ে যাচ্ছে। যা অবশ্যই এই মুহূর্তে অত্যন্ত বড় খবর।

২০২২ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এর দিন থেকে শুরু হবে পেট্রোলের উপরে এই বিশেষ ছাড়। চলবে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এতক্ষণ এই খবর পড়ে যারা যারা খুব উৎসাহিত বোধ করছিলেন, তাদের মধ্যে অনেকেই এবার আশা হত হতে পারেন এটা জেনে যে, পেট্রোলের উপরে এই ছাড় কিন্তু সবার জন্য নয়। পেট্রোল কিনতে গিয়ে এই ছাড় পাবেন শুধু মাত্র বাইক আরোহীরা অর্থাৎ স্কুটার এবং মোটর সাইকেলে পেট্রোল ভরতে গেলেই সুধুমাত্র মিলবে লিটার পিছু ২৫ টাকা করে ছাড়।

এখনও পর্যন্ত এই খবর পড়ে যারা যারা আশায় বুক বাঁধছেন, সেই তাঁদের এবার আশাহত হবার পালা। কারণ, সারা দেশের মধ্যে পেট্রোলের দামের উপরে লিটার পিছু ২৫ টাকা করে ছাড় মিলবে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যে। কারণ, পেট্রোলের এই ছাড় এর ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। এদিন ছিল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের দুই বছর পূর্তি দিবস। আর এই উপলক্ষ্যেই বিশেষ এই ঘোষণা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.