প্রথম পাতা খবর শহরে ফের বাড়ল পেট্রোলের দাম, সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেলের

শহরে ফের বাড়ল পেট্রোলের দাম, সেঞ্চুরি ছুঁতে চলেছে ডিজেলের

365 views
A+A-
Reset

ডেস্ক: জ্বালানির দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ২দিন পর বুধবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম।  লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ টাকা ছুঁইছুঁই ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে ডিজেল।

আরও পড়ুন: তামিলনাড়ুর বাজির দোকানে বিধ্বংসী আগুন, মৃত ৫


রাজ্যের ২৩টির মধ্যে ১৬টি জেলাতেই ১০০ পার করল ডিজেল। এবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ডিজেলের দামে সেঞ্চুরি।
দিল্লিতে (Delhi) দাম বেড়ে লিটার প্রতি পেট্রলের (Petrol) ১০৭.৯৪ টাকা এবং ডিজেল (Diesel) লিটার প্রতি ৯৬.৬৭ টাকা। মুম্বইয়ে (Mumbai) পেট্রলের (Petrol) দাম লিটার প্রতি ১১৩.৮০ টাকা এবং ডিজেলের (Diesel) দাম লিটার প্রতি ১০৪.৭৫ টাকা। চেন্নাইতে (Chennai) পেট্রল (Petrol) ১০৪.৮৩ টাকা/লিটার। সেখানে একশো ছাড়িয়েছে ডিজেলের দাম। চেন্নাইতে ডিজেল (Diesel) ১০০.৯২ টাকা/লিটার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.