ডেস্ক: আগামিকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। কাল সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ অবধি অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধের সম্ভাবনা। প্রায় ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে দাবি অ্যাসোসিয়েশনের।
তাদের দাবি, পরিমাণে কম দেওয়া হচ্ছে তেল। ইথানল মিশ্রিত তেল দেওয়া হচ্ছে। যথাযথ ভাবে জ্বালানির সরবরাহ নেই। এই সব দাবিকে সামনে রেখেই তারা ধর্মঘটে যাচ্ছে, জানিয়েছেন সংগঠনের যুগ্ম সচিব টুলটুল সেন। প্রায় ২৪০০ পেট্রোল পাম্প এর আওতায় আসছে। উত্তরবঙ্গের একাধিক পেট্রোল পাম্প এর আওতায় আসবে বলে জানিয়েছেন। তবে ধর্মঘটে যেতে নারাজ একাধিক পেট্রোল পাম্প।
আরও পড়ুন: রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে নেওয়া একাধিক প্রকল্পগুলিতে আর্থিক সাহায্য করতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক
সংগঠনের আওতায় থাকা পেট্রল পাম্প মালিকদের দাবি, পেট্রল-ডিজেলের দাম বাড়লেও মালিকদের কমিশন বাড়েনি। পাশাপাশি বেশ কিছু দাবিও রয়েছে তাদের। সবমিলিয়ে মঙ্গলবার থেকে নো পারচেজ, নো সেলের সিদ্ধান্ত নিল সংগঠন।