সম্প্রতি একটি ইউটিউব ভিডিও ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি। ভিডিওতে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে ভারত সরকার ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেবে। ভিডিওটি ইতিমধ্যেই ৪.৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।
তবে এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি জানিয়েছে, ৫০০ টাকার নোট বাতিল নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক বা ভারত সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে এই নোট বৈধ এবং প্রচলিত রয়েছে। আগামী দিনেও তা বজায় থাকবে।
ভিডিওতে আরও দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক নাকি ধাপে ধাপে ৫০০ টাকার নোট তুলে নেওয়ার পরিকল্পনা করছে। এর জেরে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
মূলত, কিছুদিন আগে আরবিআই ব্যাঙ্ক ও এটিএম অপারেটরদের ছোট অঙ্কের নোটের জোগান বাড়াতে বলেছিল। সেই নির্দেশিকাকেই ভুল ব্যাখ্যা করে এই গুজব ছড়ানো হয়েছে।
পিআইবি জানিয়েছে, সরকারি নীতি বা মুদ্রা সংক্রান্ত কোনও খবর যাচাই না করে বিশ্বাস করা উচিৎ নয়। এ ধরনের ভুয়ো তথ্য জনমনে অহেতুক আতঙ্ক ছড়াতে পারে, যা একেবারেই কাম্য নয়।
সুতরাং, ৫০০ টাকার নোট বন্ধ হচ্ছে— এই খবর সম্পূর্ণ ভুল ও গুজব। সাধারণ মানুষকে সতর্ক ও তথ্য-ভিত্তিক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সরকারি তরফে।