প্রথম পাতা খবর জিপিএস বিভ্রাটে জম্মুতে নামল না বিমান, মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান

জিপিএস বিভ্রাটে জম্মুতে নামল না বিমান, মাঝ আকাশ থেকে দিল্লিতে ফিরে এল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান

241 views
A+A-
Reset

দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-২৫৬৪ উড়ানের। তবে নির্ধারিত সময়েই জম্মু পৌঁছেও বিমানটি রানওয়েতে না নামিয়ে মাঝ আকাশ থেকেই ফিরিয়ে আনা হয় দিল্লিতে। এই ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি ও উদ্বেগ।

জানা গিয়েছে, সোমবার দুপুরে শ্রীনগরগামী ওই উড়ানটি প্রথমে জম্মুতে অবতরণের কথা ছিল। জম্মুর আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পর পাইলট বিমানটিকে ‘ইউ টার্ন’ করিয়ে ফিরিয়ে নেন দিল্লিতে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানান, বিমানের জিপিএস ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার সন্দেহ হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পাইলট দিল্লিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। দিল্লি বিমানবন্দরে যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে অন্য বিমানে জম্মু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে সংস্থা।

ঘটনায় প্রশ্ন উঠলেও বিমান সংস্থার দাবি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.