ডেস্ক: উত্তপ্ত উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকা। নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বিরোধীরা। বুধবার সেখানে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। সফরের অনুমতি মেলেনি, তবুও লখিমপুরে যেতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবারই উত্তর প্রদেশ সরকারকে চিঠি পাঠায় কংগ্রেস। কিন্তু যোগী সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, লখিমপুরে শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।বুধবার সকালেই সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা উত্তর প্রদেশের লখিমপুরে কৃষকদের উপর গাড়ি চালানোর ঘটনাকে “পরিকল্পিত হামলা” বলে আখ্যা দিলেন।
আরও পড়ুন: লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করলেন দোলা-কাকলিরা
এদিনের সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী জানান, ১৪৪ ধারায় এক জায়গায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। আমরা তিনজন যাব। লখিমপুরে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করার। আমার সঙ্গে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী যাবেন। ঘটনাস্থলে না গেলে পরিস্থিতি বোঝা সম্ভব নয়। ঘটনাস্থলে না গেলে পরিস্থিতি বোঝা সম্ভব নয়। তাই লখিমপুরে যেতে চান বলেই জানান রাহুল গান্ধী।
এদিনের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রকে তোপ দাগেন রাহুল। তাঁর কথায়, “কৃষকদের উপর পরিকল্পিত হামলা এটা। তাদের জিপ দিয়ে পিষে দিচ্ছে মোদি সরকার। আমার পরিবারের উপর জুলুম করলেও কৃষশদের নিয়ে আমরা কথা বলবই।”