সীমান্ত উত্তেজনার আবহে সোমবার জাতির উদ্দেশে ভাষণে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, সন্ত্রাসবাদকে কোনও অবস্থাতেই সহ্য করা হবে না। পহেলগাঁও হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানকে একের পর এক তীব্র সতর্কবার্তা দিয়ে তিনি স্পষ্ট করে দিলেন, “সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে হবে না। জল আর রক্ত যেমন একসঙ্গে বইতে পারে না, তেমনই সন্ত্রাস আর শান্তিপূর্ণ সম্পর্ক একসঙ্গে চলে না।”
২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর ৬ মে মধ্যরাত থেকে ৭ মে ভোর পর্যন্ত চালানো হয় ‘অপারেশন সিঁদুর’। সেই প্রতিআক্রমণের কথা তুলে মোদি বলেন, “সেনা যেভাবে জঙ্গিদের শাস্তি দিয়েছে, তাতে গোটা দুনিয়া ভারতের প্রতিজ্ঞা ও প্রতিহিংসার বাস্তব রূপ দেখেছে।” তিনি জানান, সেনার হামলায় পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক অভিযান নয়, এটা দেশের কোটি মানুষের আবেগ। যারা আমাদের মা-বোনদের রক্ত ঝরিয়েছে, তাদের আমরা রেয়াত করব না।”
তিনি আরও জানান, পাকিস্তান যদি সন্ত্রাসবাদ দমনে এখনই ব্যবস্থা না নেয়, তাহলে সেই জঙ্গিরাই একদিন পাকিস্তানকেই ধ্বংস করবে। পাশাপাশি স্পষ্ট বলেন, “যদি পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হয়, তা হবে পিওকে (পাক-অধিকৃত কাশ্মীর) ও সন্ত্রাসবাদ নিয়েই।”
দেশের রাজনৈতিক মহল, সাধারণ মানুষ এবং সেনার পাশে থাকার জন্য দেশবাসীকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।