প্রথম পাতা খবর দেশবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

দেশবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

343 views
A+A-
Reset

আজ ৫ ফেব্রুয়ারি শনিবার দেশজুড়ে শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। করোনার আতঙ্ককে এই মুহূর্তে অনেকটাই কাটিয়ে উঠেছে দেশের মানুষ। আর তাই এখন সারা দেশের অনেক জায়গাতেই শুরু হয়েছে স্কুল এবং পঠনপাঠন।

বাগদেবীর আরাধনার এই বিশেষ দিনটিতে এদিন আবারও নেক জায়গাতেই দেখা গেলো সেই পরিচিত ছবি। যেখানে স্কুল ড্রেস পরে ফের স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। আর ফলে স্বাভাবিকভাবেই আরও জমজমাট হয়ে উঠেছে সরস্বতী পুজোর আনন্দ।

এমন এক উৎসব মুখর দিনে সমগ্র দেশবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকালে প্রধানমন্ত্রী হিন্দিতে টুইট করেন। লেখেন, “সকল দেশবাসীকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো অনেক শুভকামনা। আপনাদের উপর যেন মা সারদার কৃপা সবসময় থাকে। সকলের জীবন আনন্দে কাটুক।”

আবার অপরপ্রান্তে বাগদেবীর আরাধনায় নতুন একটা কবিতাই লিখে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বিদ্যাদেবী সরস্বতী/ শিক্ষা দাও,দাও সংস্কৃতি/ মন ভরে দিও আলো/ বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.