প্রথম পাতা খবর বাংলায় স্থগিত প্রধানমন্ত্রীর ধারাবাহিক জনসভা কর্মসূচি, কৌশলগত সিদ্ধান্ত না কি অন্য কারণ?

বাংলায় স্থগিত প্রধানমন্ত্রীর ধারাবাহিক জনসভা কর্মসূচি, কৌশলগত সিদ্ধান্ত না কি অন্য কারণ?

224 views
A+A-
Reset

বাংলায় আপাতত বন্ধ থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারাবাহিক জনসভা কর্মসূচি। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ বছর ডিসেম্বরের মধ্যে মোট ১০টি সভা করার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর। এর মধ্যে ইতিমধ্যেই তিনটি সভা সম্পন্ন হয়েছে। চতুর্থ সভার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

রাজ্য বিজেপি সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত নতুন কোনও সভার আয়োজন করা হবে না। ফলে আপাতত জনসভা আয়োজনের চাপমুক্ত হচ্ছে রাজ্য বিজেপি।

বিশেষজ্ঞ মহলের মতে, বাংলায় ভোটের মুখে বিজেপির কৌশল বদলের ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্ত। বড় মাপের জনসভা আপাতত স্থগিত হলেও, দলের সংগঠনের কাজে জোর দেওয়া হতে পারে। আগামী কয়েক মাসে স্থানীয় নেতাদের কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকেই বিজেপি নজর দেবে বলে ধারণা।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— প্রধানমন্ত্রী মোদীর জনসভা স্থগিত হওয়া কি শুধু কৌশলগত সিদ্ধান্ত, নাকি অন্য কোনও কারণও রয়েছে? যদিও এ বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.