মহাকুম্ভের সাফল্য নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা

লোকসভায় মহাকুম্ভের সাফল্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আয়োজনকে ভারতের শক্তি ও সামর্থ্যের প্রতীক হিসেবে তুলে ধরে তিনি বলেন, “আমাদের সামর্থ্য নিয়ে যারা প্রশ্ন তুলছিলেন, তাঁদের উচিত জবাব দিয়েছে মহাকুম্ভ।”

প্রধানমন্ত্রী মহাকুম্ভের সঙ্গে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা এবং মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চের আবেগের তুলনা করেন। তিনি বলেন, “গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। মহাকুম্ভ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির উদযাপন।”

এ প্রসঙ্গে সম্প্রতি মরিশাস সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তিনি সেখানে পবিত্র গঙ্গাজল নিয়ে গিয়েছিলেন।

তাঁর বক্তব্য শুরু হতেই বিরোধী দলগুলো প্রতিবাদে সরব হয়। স্পিকার ওম বিড়লা বিরোধীদের সংসদীয় নিয়মের কথা মনে করিয়ে দেন এবং জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তোলা যায় না। তবে বিরোধীদের প্রতিবাদ চলতেই থাকে, যার ফলে দুপুর ১টা পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত করা হয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক