প্রথম পাতা খবর প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী প্রয়াত

প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী প্রয়াত

258 views
A+A-
Reset

প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

শুক্রবার সকাল ছ’টা দুই মিনিটে টুইটারে মায়ের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। ওই ছবিতে তাঁর মা’র হাতে প্রদীপ দেখা গিয়েছে। তারইমধ্যে আবেগ, কষ্ট চেপে রেখেই মোদী লেখেন, ‘ঈশ্বরের চরণে বিশ্রাম নেবেন অপরূপ শতায়ু। মায়ের মধ্যে আমি সবসময় তিনটি স্বত্বা অনুভব করতে পেরেছি – তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগী এবং মূল্যবোধের প্রতি জীবন উৎসর্গ করা।’

১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহসানার বিসনগরে জন্ম হীরাবেনের। কয়েক দিন আগে অসুস্থ হয়ে অমদাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন হীরাবেন। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল বলে জানা যায়। এর পরেই হীরাবেন মোদীকেঅমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করেন।

এরই মধ্যে বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, হীরাবেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে আচমকা ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এ দিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.