প্রথম পাতা খবর ইতিহাস গড়ল কলকাতা মেট্রো, দেশে এই প্রথম চালু হল আন্ডার ওয়াটার মেট্রো

ইতিহাস গড়ল কলকাতা মেট্রো, দেশে এই প্রথম চালু হল আন্ডার ওয়াটার মেট্রো

476 views
A+A-
Reset

কলকাতা: বুধবার গঙ্গার তলা দিয়ে মেট্রো পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তাঁর হাত দিয়ে তিনটি রুটের উদ্বোধন হল। সেগুলি হল এসপ্ল্যানেড – হাওড়া ময়দান, কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় এবং তারাতলা-মাঝেররহাট।

এ দিন রাজভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার নীচের মেট্রো পথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায় এবং জোকা – মাঝেরহাট মেট্রো রুটেও উদ্বোধন করেন।

এর পর মেট্রো সফর করেন প্রধানমন্ত্রীর। তাঁর পাশে ছিল স্কুল পড়ুয়ারা। যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও মাতলেন তিনি। মেট্রো আধিকারিকদের সঙ্গে কথোপকথন হল তাঁর।

উল্লেখযোগ্য ভাবে, মেট্রোর হাওড়া ময়দান-ধর্মতলা অংশে গঙ্গার উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। জোড়া সুড়ঙ্গের পেট চিরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে জলে নেই সুড়ঙ্গ। রয়েছে নদী খাতের পলিমাটির মধ্যে। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা।

ইতিমধ্যে মেট্রোর তরফে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেই হাওড়া থেকে উত্তর এবং দক্ষিণ কলকাতার ভাড়ার বিবরণ রয়েছে। বিস্তারিত পড়ুন: গঙ্গার নীচ দিয়ে হাওড়া স্টেশন থেকে ধর্মতলা আসতে কত টাকার টিকিট কাটতে হবে?

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.