প্রথম পাতা খবর বিদেশফেরত প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিদেশফেরত প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ, থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

259 views
A+A-
Reset

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা ও ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা বিশ্বের দরবারে পৌঁছে দিতে সম্প্রতি সাতটি বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল বিদেশ সফরে গিয়েছিল। রবিবার সবক’টি দলই দেশে ফিরে এসেছে। তাদের অভিজ্ঞতা জানতে ও সম্মান জানাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

এই দলের একটিতে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়ালা লামপুর সফর করেছেন তিনি। অভিষেকের দফতর জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি মঙ্গলবারের নৈশভোজে উপস্থিত থাকবেন।

প্রায় ১৫ দিনের বিদেশ সফরে ভারতীয় প্রতিনিধিরা দেশের সন্ত্রাস-বিরোধী অবস্থান আন্তর্জাতিক মহলে তুলে ধরেন। তবে বিদেশমন্ত্রকের বৈঠকে ব্যস্ততার কারণে অভিষেক যোগ দিতে পারেননি। এবার প্রধানমন্ত্রীর ডাকে তিনি উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.