শীতের শুরুতেই সুন্দরবনের ভাগবতপুর রেঞ্জে পর্যটকদের ভিড় যেমন বাড়ছে, তেমনই বেড়েছে চোরা শিকারিদের দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে ভাগবতপুর বনদফতর এবং পাথর প্রতিমা থানার যৌথ অভিযানে ধরা পড়ল দুই শিকারি।
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নামখানা ব্লকের দক্ষিণ চন্দন পিড়ি এলাকায় হরিণ শিকার করে পাচারের চেষ্টায় লিপ্ত ছিল উদয় সরকার ও সুলেখা গিরি নামে দুই ব্যক্তি। উভয়ের বাড়ি নামখানার হরিপুর এলাকায় এবং সম্পর্কে তাঁরা দুজনে ভাইবোন।
রবিবার রাতে পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। দুজনের বিরুদ্ধে একাধিক চোরা শিকারের মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন।
বনদপ্তর জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই চক্রটি সুন্দরবনের জঙ্গলে সক্রিয় ছিল। তবে সাম্প্রতিক অভিযানে চক্রটি ভেঙে দেওয়া সম্ভব হয়েছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযানের প্রয়োজনীয়তা আরও জোরালো হলো বলে মনে করছেন পরিবেশবিদরা।