প্রথম পাতা খবর নকশালবাড়িতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ ২০ কিশোর

নকশালবাড়িতে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ ২০ কিশোর

394 views
A+A-
Reset

খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়ল ২০ জন কিশোর। বুধবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বড় মণিরাম জোতে।

ঘটনায় প্রকাশ, বড় মণিরামজোত এলাকায় ২৫-৩০ জন ছেলে মাঠে খেলছিল। এমন সময় মাঠের পাশের জঙ্গলে বাদাম ভেবে গাছ থেকে ছিঁড়ে এক ধরনের অচেনা ফল খায় তারা। ওই বিষাক্ত ফল দেখে খেয়ে ফেলে ১৫-১৭ বছরের কয়েকজন কিশোর। এরপর থেকে তারা প্রত্যেকেই অসুস্থতা বোধ করে।

বাড়িতে ফিরে বমি ও পেটে ব্যথা শুরু হয়। নকশালবাড়ি হাসপাতালে ভর্তি ২০ জন কিশোর। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ফল খেয়ে পেটে বিষক্রিয়ার কারণেই প্রত্যেকের পেটে ব্যথা আর বমি হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোক। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.