কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজে পুলিশের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ। রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন।
রোগীর পরিবার সূত্রে জানা যাচ্ছে, বুকে ব্যথা নিয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তি হয়েছিলেন পার্ক সার্কাসের বাসিন্দা শেহনাজ বেগম। ছিলেন এমার্জেন্সি অজারভেশন ওয়ার্ডে। কিন্তু রবিবার তাঁকে একটি ইন্জেকশন দেওয়া হয়। তারপরই দেখা যায় হাত একেবারে ফুলে গিয়েছে। কেন মায়ের হাত ফুলে গিয়েছে? কেন হাত তুলতে পারছেন না? এই প্রশ্ন নিয়েই তিনি গিয়েছিলেন কর্তব্যরত নার্সের কাছে। কিন্তু, নার্স সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, সরকারি হাসপাতালে এসেছেন কেন? এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে। পাল্টা রোগীর মেয়ে বলেন, একজন রোগী ব্যথা অনুভব করছেন। কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না। তাহলে আপনি এখানে আছেন কেন? এ কথা শুনে কর্তব্যরত নার্স তেলেবেগুনে জ্বলে ওঠেন। সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে আনেন।
কিন্তু, পুলিশ পুরো ঘটনা না জেনে রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে হাতাহাতি বেধে যায় রোগীর পরিজনদের। একজন হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ। পুলিশের লাঠির মার থেকে রেহাই পাননি রোগীও।
এই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। তদন্ত কমিটি গঠন করছে ন্যাশনাল মেডিক্যাল। লালবাজারের তরফে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।