বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের (ওরফে প্রীতম) অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে সৃঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সূত্রের খবর, সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ২৫ বছরের এই যুবক ছিলেন আইটি কর্মী। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করেছে, ময়নাতদন্ত হবে আরজি কর মেডিক্যাল কলেজে।
জানা গিয়েছে, গত ১৮ এপ্রিল দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের দিন শহরে ছিলেন না সৃঞ্জয়। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। মাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ফিরে এসে সাক্ষাৎ করবেন এবং উপহারও দেবেন। এক সাক্ষাৎকারে সৃঞ্জয় বলেছিলেন, “১৩ বছর ধরে মা একা হাতে সংসার সামলেছেন। এবার নিজের জীবন শুরু করছেন, আমি খুশি।”
তিনি জানিয়েছিলেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর একাধিকবার দেখা ও কথা হয়েছে এবং তাঁকে ‘বাবা’ হিসেবে মেনে নিতে অসুবিধা হয়নি।
তবে মায়ের নতুন জীবনের মাত্র ২৫ দিনের মাথায় তাঁর এই রহস্যমৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে দিলীপ ঘোষ বা রিঙ্কু মজুমদারের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ, তবে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তদন্তকারীরা।