248
নিজস্ব প্রতিনিধি: বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ এনে পোস্টার। পোস্টার ঘিরে চাঞ্চল্য আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে। আজ সকালে ঐ ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় হিন্দিতে লেখা পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা, ‘প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ২০০০ টাকা দিয়ে ভোট কিনেছেন। ২০০০ টাকা দিয়ে স্থানীয় মহিলাদের ভোট কিনেছেন বলে অভিযোগ। ঘটনার পিছনে তৃণমূলের হাত আছে বলে অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির
‘বিজেপি-র টাকা ছড়ানোর অভিযোগ তাঁর কানে এসেছে। ‘এক্ষেত্রে প্রশাসন প্রশাসনের কাজ করবে’, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর।