এ বারের ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশের প্রচার-পোস্টারে শুধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে না। অভিষেক নিজেই দলের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানালেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শনিবার ভবানীপুরের দলীয় কার্যালয়ে সমাবেশের প্রস্তুতি বৈঠকের পর সুদীপ বলেন, ‘‘২১ জুলাইয়ের পোস্টারে শুধু মমতার ছবি রয়েছে। অভিষেক জানিয়েছেন, যেহেতু ২১ জুলাইয়ের ইতিহাসে তিনি উপস্থিত ছিলেন না, তাই এবার তাঁর ছবি না রাখাই ঠিক।’’
তৃণমূলের পোস্টার ও ক্যালেন্ডারে ছবি নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৩ সালে নেতাজি ইন্ডোর সভা, ২০২৫ সালের ক্যালেন্ডার বিতরণ— প্রতিটি ক্ষেত্রেই মমতা-অভিষেকের ছবি নিয়ে দলের অন্দরে জলঘোলা হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে মমতার ছবিই প্রাধান্য পায়।
আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ২১ জুলাই সমাবেশে সর্বোচ্চ ভিড়ের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানান সুদীপ। তাঁর কথায়, ‘‘এই সভা রেকর্ড জনসমাগমের নজির গড়বে।’’