প্রথম পাতা খবর বইমেলার জন্য প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ, প্রায় শ’দুয়েক বিশেষ বাস

বইমেলার জন্য প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ, প্রায় শ’দুয়েক বিশেষ বাস

469 views
A+A-
Reset

কলকাতা: আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। কলকাতা বইমেলার জন্য এ বার থাকছে প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ। সরকারি-বেসরকারি মিলিয়ে থাকছে ২০০টির মতো বিশেষ বাস। বইমেলার মাঠে থাকছে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে বাড়তি পদক্ষেপ পরিবহণ দফতরের।

বুধবার এক সাংবাদিক বৈঠকে রাজ্য়ের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, গত বছর বইমেলার সময়ে কিছু রুটের অটোচালক বেশি ভাড়া নিচ্ছিলেন বলে অভিযোগ। এ বার পরিবহণ দফতর ভাড়ার তালিকা নির্দিষ্ট করার পাশাপাশি নজরদারিও চালাবে।

পরিবহণমন্ত্রীর সঙ্গে এ দিন বইমেলা কমিটির তরফে বৈঠক করেন ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে। ছিলেন একটি অ্যাপ-ক্যাব সংস্থার প্রতিনিধিরাও। মেলায় প্রি-পেড ট্যাক্সি বুথের পাশাপাশি অ্যাপ-ক্যাবেরও বুথ থাকছে। মন্ত্রী জানান, মেলার দিনগুলিতে ট্রাফিক পরিষেবা সচল রাখতে করুণাময়ী এবং ময়ূখ ভবনের সামনে দু’টি বাসস্ট্যান্ডের বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। এখান থেকেই কলকাতা এবং শহরতলির বিভিন্ন রুটে পাওয়া যাবে স্পেশ্যাল বাস পরিষেবা।

উল্লেখযোগ্য ভাবে, মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বারের বইমেলায় দু’টি শনি এবং রবিবার পড়েছে। ২৩ এবং ২৬ জানুয়ারি ছুটির দিন। ওই দিনগুলিতে ভিড় বেশি হওয়ার কথা। গতবছর, বইমেলায় ২৬ লাখ মানুষ গিয়েছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৫ কোটি টাকার। এবার আগেরবারের রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশা করছেন কর্মকর্তারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.